সার্বিয়া: মায়া স্টোনাভিচ

স্রেব্রেনিচা ব্লগ তার পাঠকদের একজন সার্বিয়ার মানবাধিকার কর্মীকে “উৎসাহ প্রদান” করার অনুরোধ করেছেন, যার ১০ দিনের জেল হবার সম্ভাবনা রয়েছে। “এটি মেনে নেয়া যায় না যে মায়া স্টোনাভিচকে জেলে যেতে হবে স্রেব্রেনিচা গনহত্যা জনগনকে মনে করিয়ে দেবার জন্যে এবং এই কথা সবার সামনে বলার জন্যে যে ম্লাদিককে হেগের আন্তর্জাতিক ট্রাইবুনালে পাঠাতে হবে,” বলছেন আঁদ্র নসোভ, ইয়থ ইনিশিয়েটিভ ফর হিউমান রাইটস এর প্রেসিডেন্ট।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .