মেডেলিন কলম্বিয়া: অপহরনের রাজধানী থেকে রেঁনেসার শহর

রাইজিং ভয়েসেস এর প্রথম পডকাস্টে আমরা বাংলাদেশ ভ্রমন করেছিলাম যেখানে নারী জীবন সেন্টার ঢাকার যুবমহিলাদের শিক্ষা দিচ্ছে অনলাইন কথপোকথনে সামিল হতে। এবার আমরা ফরম্যাটটি বদলে পডকাস্টটি দুইটি পর্বে প্রকাশ করছি।

মেডেলিন

প্রথমে আমরা মেডেলিন, কলম্বিয়া সম্পর্কে জানব। এর সংঘাতময় অতীত, বর্তমানের অস্পষ্ট শান্তির সময় এবং এর গণিতজ্ঞ মেয়র যিনি শহরের সবচেয়ে দরিদ্র এলাকায় বিশালাকার আধুনিক পাঠাগার গড়ে তুলছেন।

এই পডকাস্টটির দ্বিতীয় পর্বে যা এই সপ্তাহেই প্রকাশিত হবে আমরা হাইপারবাররিও প্রকল্প সম্পর্কে জানব। আমরা শুনব কিভাবে মেডেলিনে বসবাসরত কিছু অনুপ্রানিত ব্লগার তাদের শহরের দুর্গম পাহাড়ে গিয়ে শ্রমিক শ্রেনীর ছেলেদের সিটিজেন মিডিয়া টুলগুলোর প্রশিক্ষন দিচ্ছেন।

[display_podcast]

আজকের পডকাস্টে আমরা আলাপ করছি:

  • হেক্টর আরিস্টিজাবাল, ইমাজিনএকশন নাটকের দলের ডাইরেক্টরের সাথে,
  • এডাম আইজাকসন: ওয়াশিংটন ডিসির সেন্টার ফর ইন্টারন্যশনাল পলিসির সিনিয়র এসোসিয়েটের সাথে,
  • আল্ডো সিভিকো, নিউইয়র্ক সিটির দ্যা সেন্টার ফর ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট এর ডাইরেক্টরের সাথে
  • জুলিয়ানা রিন্কন, ব্লগার, গ্লোবাল ভয়েসেস এর লেখক এবং মেডালো ব্লগারোর সহ-উদ্যোক্তা এর সাথে
  • এর শুরুর ব্যাকগ্রাউন্ড সঙীতটি হচ্ছে পালোসেকো ব্রাজ অর্কেস্ট্রার “মাদ্রুগাদা আ লা জিল ইভান্স” যা আমি সিসিমিক্সটার সাইটে পেয়েছি। শেষের সঙীতটি “ডেল সিয়েলো ক্যু নো রোবারো” হচ্ছে কলাম্বিয়ার সঙীত শিল্পী এবং ব্লগার লিজারডো কারভায়াল এর। এটি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে ই সামিট২০০৬ ডিভিডিতে প্রকাশিত হয়েছে।

    পডকাস্টে যেমন প্রতিশ্রুতি দিয়েছি: এখানে মেডেলিন মেট্রোকেবলের একটি ইউটিউব ভিডিও দেয়া হলো:

    এর সাথে পড়তে পারেন আন্দ্রে ডুকুর ‘মেট্রো কেবলের উপর কিছু ভাবনা‘ যাতে বোঝা যাবে এই মেট্রোকেবল কিভাবে মেডেলিনকে রুপান্তরিত করেছে।

    আপনি গ্লোবাল ভয়েসেসের পডকাস্টগুলোর গ্রাহক হতে চাইলে (বিনামূল্যে) নিন্মের যে কোন লিন্কে ক্লিক করুন:

    RSS | iTunes (podcast page) | iTunes (direct subscription link) | Odeo

    আলোচনা শুরু করুন

    লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

    নীতিমালা

    • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .