গ্লোবাল ভয়েসেস একজন ভিডিও সম্পাদককে চুক্তিবদ্ধ করতে চাইছে:
কাজের বিষয়বস্তু:
এই ভিডিও সম্পাদকের দায়িত্ব হবে সারা বিশ্বের নাগরিক কর্তৃক অনলাইনে প্রকাশিত ভিডিওগুলো অনুসরন করা এবং সপ্তাহে ২-৩ বার তাদের মধ্যে থেকে বাছাইকৃত ক্লিপগুলোকে উপস্থাপন এবং গ্লোবাল ভয়েসেসের অন্যান্য আর্টিকেলের সাথে সমন্বিত করা। এই ভিডিও সম্পাদক গ্লোবাল ভয়েসেসের অন্যান্য সম্পাদকদের সাথে (ব্যবস্থাপনা, অন্চলভিত্তিক এবং ভাষাভিত্তিক) একসাথে কাজ করবেন এবং তিনি নিয়মিত অনলাইন সম্পাদকদের সম্মেলনে অংশগ্রহন করবেন বলে আশা করা হচ্ছে।
গ্লোবাল ভয়েসেস যেহেতু একটি ভার্চুয়াল প্রতিষ্ঠান, ভিডিও সম্পাদকের স্থান পরিবর্তনের দরকার নেই যদিও উচ্চ ক্ষমতাসম্পন্ন ইন্টারনেট কানেকশনের সহজলভ্যতা তার কাজের জন্য গুরুত্বপূর্ণ।
যোগ্যতা:
আমাদের আকাঙ্খিত প্রার্থীর আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গী থাকবে এবং ব্লগিং এবং অনলাইন সিটিজেন মিডিয়ায়, বিশেষ করে অনলাইন ভিডিও সম্পর্কে ব্যাপক অভিজ্ঞতা থাকবে। ইংরেজী ভাষায় খুব ভাল দখল থাকতে হবে। ওয়েবসাইট ও নিউ মিডিয়ার টুলগুলো সম্পর্কে ভাল ধারনা প্রয়োজন। বর্তমান অনলাইন ভিডিওর অগ্রগতি সম্পর্কে জ্ঞান দরকারী। তার স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা থাকবে এবং দুরবর্তী পরিদর্শনের মাধ্যমে কাজ চালানোর জন্যে দায়িত্ববান হতে হবে।
একজন আদর্শ প্রার্থী ইংরেজী ছাড়া অপর একটি ভাষায় লিখতে ও পড়তে পারবে। এছাড়া অন্য কয়েকটি ভাষা সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা ভাল। আমেরিকা ও পশ্চিম ইউরোপের বাইরের প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। আবেদন করতে ইংরেজী ভাষায় আপনার বায়োডাটা ও একটি ইচ্ছাপত্র editor@globalvoicesonline.org এই ঠিকানায় পাঠিয়ে দিন। আবেদন পাঠাবার শেষ তারিখ আগস্ট ২৪, ২০০৭ শুক্রবার।
-জর্জিয়া পপলওয়েল