- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

তিউনিশিয়া: অনলাইন লেখককে মুক্তি দেয়া হয়েছে কিন্তু ওয়েবসাইট সম্পাদককে কোর্টে হাজির হতে বলা হয়েছে

বিষয়বস্তু: তিউনিশিয়া, বাক স্বাধীনতা, মানবাধিকার

২৪শে জুলাই ২০০৭ মঙ্গলবার তিউনিশিয়ান সরকার মানবাধিকার আইনজীবি এবং অনলাইন লেখক মোহাম্মদ আবুকে মুক্তি দিয়েছে [1]। তিনি প্রায় ২৮ মাস জেলে ছিলেন। আবু ২০০৫ সালের মার্চ মাসে গ্রেফতার হয়েছিলেন এবং তার সাড়ে তিন বছরের জেল হয়েছিল অনলাইনে তিউনিশিয়ার কারাগারের বিরুদ্ধে সমালোচনা করে লেখা প্রকাশের জন্যে। তিনি তার দেশের রাজনৈতিক বন্দীদের ইরাকের আবু ঘরীব [2] জেলের বন্দীদের সাথে তুলনা করেছেন। তিনি আল জাজিরাতে দেয়া এক ইন্টারভিউতে বলেছেন [3]:

” আমার মুক্তি আসলে নিপীড়নের বিরুদ্ধে তিউনিশিয়ার জনগনের প্রতিরোধের ফল। তারা এখন মানবাধিকার লঙ্ঘনকারী স্বৈরাচারকে না বলতে স্বক্ষম।”

ইতিমধ্যে কালিমা [4] নামের অনলাইন সংবাদ ওয়েবসাইটটির (তিউনিশিয়ায় নিশিদ্ধ) সম্পাদক ওমর মেস্তিরির নামে কূৎসা রটনার অভিযোগে মামলা করা হয়েছে [5]। কারন গত বছর তিনি সরকার সমর্থিত এক আইনজীবির বিরুদ্ধে প্রতারনার অভিযোগ এনে উক্ত ওয়েবসাইটে একটি লেখা লিখেছিলেন [6]। এই মামলায় তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের কারাদন্ড হতে পারে। রিপোর্টার্স উইদাউট বর্ডার বলছে [7]:

“তার বিরুদ্ধে আনা অভিযোগ কার্যকরী নয় কারন উক্ত ওয়েবসাইটটি তিউনিশিয়াতে কর্তৃপক্ষ দ্বারা আগেই সেন্সর করা হয়েছে।”

-সামী বেন ঘারবিয়া