- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ফার্সীতে গ্লোবাল ভয়েসেস শুরু হলো

বিষয়বস্তু: আফগানিস্তান, ইরান, নাগরিক মাধ্যম, ভাষা

গ্লোবাল ভয়েসেস ফার্সী অবশেষে গ্লোবাল ভয়েসেস ফার্সী'র [1] আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এর পদচারনা শুরু হয়েছিল গত জুন মাসে এবং ইতিমধ্যে এর অনুবাদ করা লেখাগুলো বেশ কিছু ইরানী সাইটে পুন:প্রকাশিত হয়েছে (যেমন জনপ্রিয় গুইয়া.কম [2] বা ইরানী ডিগ [3], বালাটারিয়ান [4]) ।

আমদের এই সাইট প্রায়ই গড়পড়তা ৩৫০ হিট এবং প্রায় ২৫০ মৌলিক পাঠক পায় এবং কিছু ব্লগার আমাদের খুবই আশা জাগানো মেইল দিয়েছেন। আমাদের আকাঙ্খিত পাঠকেরা হচ্ছে ইরানী ও আফগানী।

একটি নতুন ইরান-বিষয়ক ওয়েবসাইট ফারারু আমাদের সম্পর্কে একটি লেখা লিখেছে [5] এবং বলেছে:

“গ্লোবাল ভয়েসেস, ব্লগের একটি বিশাল মাধ্যম, সম্প্রতি একটি ফার্সী ভাষায় সংস্করন বের করেছে।”

যখন আমি শুনেছিলাম যে গ্লোবাল ভয়েসেস এর চাইনিজ সংস্করন আছে, আমি খুব খুশি হয়েছিলাম কিন্তু তখনও আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে ফার্সী ভাষার সংস্করন বের করা সম্ভব কিনা। সৌভাগ্যবশত: বোঝা যাচ্ছে যে আমি ভুল ভেবেছিলাম।

আমি ধন্যবাদ জানাচ্ছি এলিস বেকার, গ্লোবাল ভয়েসেস লিন্গুয়া টিম ডিরেক্টর তার যত্ন এবং মনোযোগের জন্য। এবং আরও ধন্যবাদ ডেভিড সাসাকি, আমাদের আউটরিচ ডিরেক্টরকে যিনি আমাকে ফার্সীতে গ্লোবাল ভয়েসেস শুরু করতে উৎসাহ যুগিয়েছেন।

- হামিদ তেহরানী