মিশর: ফুটবল সন্ত্রাসকে মোকাবেলা করছে, ব্লগার মাদক নেশাগ্রস্তদের সাহায্য করছে, মিশরের ইতিহাস নিয়ে ব্লগিং এবং অন্যান্য

এসপ্তাহের মিশরের ব্লগগুলোর পরিক্রমায় বেশ কিছু সম্পর্কযুক্ত গল্প রয়েছে। একজন ব্লগার জিজ্ঞেস করছেন ফুটবল এবং সন্ত্রাসের মধ্যে সম্পর্ক কি? আমরা আইসিস (ইজিপ্ট দ্যা রিয়ালিটি) লিখিত আর একটি অনুকরনীয় গল্প উপস্থাপন করব, যা একটি মাদক নেশাগ্রস্তকে সাহায্য করছে। একটি নতুন ব্লগে মিশর ও নেপোলিয়নের ইতিহাস উপস্থাপিত হয়েছে এবং একটি নতুন ফতোয়া কি জেলে আটক মিশরীয় ব্লগার করিম আমরকে মুক্ত করতে পারবে?

ফুটবল সন্ত্রাসকে মোকাবেলা করছে:

এ হুইসপার অফ ম্যাডনেস মধ্যপ্রাচ্যে সন্ত্রাসীদের মোকাবেলায় ফুটবলের প্রভাবের কথা আলোচনা করছেন। তিনি ইজরায়েল এবং প্যালেস্টাইন অন্চলের একটি উদাহরন টেনেছেন। তিনি ইরাকে অব্যাহত সন্ত্রাস এবং সাম্প্রতিক এশিয়া কাপ ফুটবলে ইরাকের সাফল্য নিয়ে আলোচনা করছেন। এখানে তার মতামত পড়ুন যেখানে তিনি আলোচনা করেছেন যে ফুটবল ইরাককে বাঁচাতে পারবে কি না?

১১ বছর বয়সী মা এখন আর সবচেয়ে কম বয়সী মা নন:

ইজিপশিয়ান ক্রনিকলস একটি মোকদ্দমা অনুসরন করছে যেখানে ধর্ষনের ফলে একটি ১১ বছরের মেয়ে সন্তানসম্ভবা হয়েছে এবং সন্তানের জন্ম দিয়েছে। এই ব্লগ মামলাটির অধিবেশন সম্পর্কে বিস্তারিত লিখেছে যেখানে ডাক্তারী পরীক্ষায় দেখা যাচ্ছে হেন্দ নামের মেয়েটির বয়স আসলে এগারোর চেয়ে বেশী এবং ডি এন এ পরীক্ষা প্রমান করছে যে দোষী ব্যক্তিটি আসলে ঐ সন্তানের পিতা নয়। জেইনোবিয়া উক্ত ব্লগে এ ব্যাপারে আরও বিস্তারিত জানাচ্ছেন

মিশর ও নেপোলিয়নের ইতিহাস একটি ব্লগে:

অ্যারাবিস্ট একটি নতুন ব্লগের কথা জানাচ্ছেন যেটি নেপোলিয়নের মিশর বিজয়ের সময়কার ইতিহাসের কথা প্রকাশ করেছে। এই নতুন ব্লগটি নামকরা ব্লগার এবং মধ্যপ্রাচ্য ইতিহাসবিদ জুয়ান কোলের। আপনারা এই ব্লগটি পাবেন এখানে

ব্লগার একটি মাদক নেশাগ্রস্তকে সাহায্য করছে:

ইজিপ্ট দ্যা রিয়ালিটি ব্লগের একটি কৌতুহলউদ্দীপক পোস্টে আইসিস হেরোইনের নেশা থেকে তার মুক্তিসংগ্রামের কথা লিখেছেন। এইসব কালো মূহুর্তের কথা অন্যদেরকে জানাতে অনেক সাহসের প্রয়োজন এবং এ প্রতিজ্ঞা করাও কঠিন যে আর কোনদিন নেশার রাজ্যে ফিরে যাব না। কিন্তু তার এই ব্লগ পোস্ট শুধু নিজের মাদক নেশা থেকে মুক্তির কথাই জানাচ্ছে না, সে কিভাবে অন্য একজনকে সাহায্য করছে মাদকের নেশা থেকে মুক্ত হতে যে তার ব্লগপোস্ট পড়ে তার কাছে সাহায্য চেয়েছে। প্রথমে আইসিস মনে করেছিল যে কোন পুলিশ তার সম্পর্কে তথ্য চাচ্ছে কিন্তু পরে সে বুঝতে পারে যে এটি একজন সত্যিকারের নেশাগ্রস্ত যার সাহায্যের প্রয়োজন। এই বিস্ময়কর গল্পটি আপনারা এখান থেকে পড়তে পারেন

ধর্মীয় স্বাধীনতা:

ফ্রি করিম ব্লগ মিশরের মুফতির (সর্বোচ্চ ধর্মীয় নেতা) একটি নতুন ফতোয়া নিয়ে আলোচনা করছেন যেখানে ইসলাম ধর্ম ত্যাগের স্বাধীনতার কথা বলা রয়েছে। ফ্রি করিম এই আলোচনাটি করছে যখন মিশরীয় ব্লগার করিম আমের ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় তিন বছরের জেলের সাজার মুখোমুখি।

এখানেই মিশরীয় ব্লগোস্ফিয়ারের এ সপ্তাহের পরিক্রমা শেষ করছি। আগামী সপ্তাহে দেখা হবে। কায়রো থেকে শুভেচ্ছা।

- ফ্রিডম ফর ইজিপ্শিয়ান

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .