আব্দুররহমান বিশ্বাস করেন যে তুরস্কবাসীরা এ.কে. রাজনৈতিক দলকে নির্বাচিত করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তিনি লিখছেন যে “এই নির্বাচন গুরত্বসহকারে মধ্যপ্রাচ্যের সবাই অনুসরন করেছে”। তিনি আরও বলেছেন “গত কয়েকবছরে যে কয়েকটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে সেখানে ইসলাম ধর্ম অনুসারী দলগুলো জিতেছে বা নিশ্চিত বিজয় থেকে বন্চিত হয়েছে। প্যালেস্টাইনে হামাস, মুসলিম ব্রাদারহুড মিশরে এবং ৯০ এর দশকে আলজেরিয়ায়। জনগন দুর্নীতিপরায়ন সরকারদের নিয়ে ত্যাক্ত বিরক্ত এবং ইসলামি দলগুলোকে দুর্নীতিমুক্ত ভাবেন (এ.কে. দল ভাল একটি উদাহরন)।”
-মোহামেদ নানাভাই