- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

চীনদেশ: বর্ষার বন্যা নিয়ে ব্লগিং

বিষয়বস্তু: চীন, ছবি তোলা, দুর্যোগ, পরিবেশ

শুধুমাত্র গত সপ্তাহেই চোঙকিং [1] এ ৩৭ জন মারা গেছে [2] এবং আনহুইতে [3] ৬৭০০০ লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে [4] – এই হলো বন্যা পরিস্থিতি।

পুর্বে এ নিয়ে দ্বিমত থাকলেও [5], ব্লগাররা নুওয়ার [6] (পৌরানিক চরিত্র) মত ব্যস্ত [7] ছিলেন এই মারাত্মক বন্যা [8] নিয়ে তাদের নাগরিক সাংবাদিক হিসেবে রিপোর্টগুলি করায় [9]। এ বছর বর্ষাকালে [10] বন্যার ফলে চীনের [11] বহু স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। [12]

মুবল লাইভ ব্রডকাস্ট [13] ওয়েবসাইটে এরকম তিনটি রিপোর্ট পাওয়া যাচ্ছে। প্রথমটি জুলাই ৭, ২০০৭ [14] এ লেখা হয়েছে সিচুয়ান [15] প্রদেশের কুজিয়াঙ নদীর [16] পাশে গুয়াঙান শহর [17] থেকে:

7月3日至6日,广安市各地连续遭受暴雨袭击,广安、岳池、武胜降雨量均超过200毫米,其中广安区达347.2毫米,同时受渠江上游巴河、州河、仪陇河流域普降暴雨的影响,从7月6日开始,渠江广安段暴发特大洪涝灾害,7日凌晨出现洪峰,广安城区水位达235.79米,上涨23.42米,超警戒水位 7.6米。汹涌的洪水淹没了沿岸不少城镇、乡村,其中广安区主城区全部被洪水包围,截止当日下午6时,洪水仅下降0.5米。由于防洪措施到位,被洪水围困的辖区无人员伤亡。

জুলাই ৩ থেকে ৬ পর্যন্ত গুয়াঙান শহরে ব্যাপক বৃষ্টিপাত হয়: গুয়াঙান, ইউয়েচি ও উশেঙ তিনটি শহরের উপরেই ২০০ মিমির উপর বৃষ্টি পরেছে। গুয়াঙানেই শুধু ৩৪৭.২ মিমি বৃষ্টিপাত হয়েছে এবং এর উপর বাহে, ঝৌহে এবং ইলং এই তিনটি নদীর অববাহিকা থেকে বৃষ্টির অতিরিক্ত পানি এসেছে। জুলাই ৬ থেকে গুয়াঙানের কুজিয়াঙ অববাহিকায় মারত্মক বন্যা শুরু হয়। জুলাই ৭ এর সকালে বন্যা পরিস্থিতি সবচেয়ে গুরুতর হয়। এসময় গুয়াঙান শহরান্চলে নদিটির পানির লেভেল ২৩.৪২ মিটার বেড়ে হয়েছিল ২৩৫.৭৯ মিটার যা সতর্কীকরন লেভেল থেকে ৭.৬ মিটার বেশী । এই মারাত্মক বন্যা এই শহরটির মধ্য দিয়ে বয়ে যাওয়া নদীর পার্শবর্তী অন্চলগুলো, শহরের ঘরবাড়ী এমনকি নিকটবর্তী গ্রামগুলিতেও ছড়িয়ে পড়ে। ফলে গুয়াঙান শহরটি চারিদিকে বন্যার পানি দিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। সেইদিন সন্ধ্যায় পানি মাত্র অর্ধেক মিটার কমলে পরিস্থিতির কিছু উন্নতি হয়। বন্যার বাঁধগুলো অক্ষত থাকায় নিমজ্জিত অন্চলগুলোতে কেই আহত হয়নি বা মারা যায়নি।

মোবুল ব্যবহারকারী ১২৩ কর্তৃক তোলা ছবিগুলোর মধ্যে তিনটি ছবি:

১

২

৩

এই সপ্তাহে দুটি রিপোর্ট পাওয়া যাবে যার মধ্যে একটি চোঙকিং শহর থেকে। মোবুল ব্যবহারকারী ঝং গিলিন লিখেছেন [18] এই মাসের ১৯ তারিখ রাত থেকে ২০ তারিখ সকাল পর্যন্ত জিয়ালিং নদীর পানির লেভেল ৩ মিটার বেড়ে ১৮৮.৩১ মিটারে এসে ঠেকে। ঝং গিলিনের তোলা ছবিতে দেখা যাচ্ছে যে চাওতিয়ানমেন জেটিতে প্রায় ১০০০ লোক দাড়িয়ে রয়েছে বন্যার পানি দেখার জন্যে।
ে

এই মাসের ২০ তারিখে লিউ জুনফেঙ বেশ কিছু ছবি তুলেছেন [19] গেঝুবা বাঁধের [20] যা হতে ৪২,৩৬৯ কিউবিক মিটার পানি বের করে দেয়া হয়েছে। এটি তিন গর্জেস বাঁধের [21] প্রথমটি, হুবেই [22] প্রদেশে যার মধ্য দিয়ে ইয়াঙজে নদী [23] প্রবাহিত হয়।

ৃ

ঙ