- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কুয়েত: এখানে সেখানে

বিষয়বস্তু: কুয়েত, আন্তর্জাতিক সম্পর্ক, ইতিহাস, উন্নয়ন, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, যুবা

কুয়েতী ব্লগাররা তাদের বর্তমান এবং অতীত নিয়ে আলোচনা করছেন। যখন দুই ব্লগার তাদের আশে পাশে অনুপ্ররনা ও ভবিষ্যত প্রকল্পের খোজ করছেন তখন আরেকজন অতীতে ডুবে গেছেন কুয়েতীদের নিজেদের ভবিষ্যতকে বেছে নেয়ার অধিকারকে পুনরুদ্ধার করতে।

রেইবয়  অক্ষম শিশুদের জন্যে একটি নতুন সেন্টারের কথা বলছেন [1]:

আল খারাফী একটিভিটি কিডস সেন্টার গাল্ফ অণ্চল এমনকি পুরো মধ্যপ্রাচ্যে এইরকম একমাত্র সেন্টার যারা অক্ষম শিশুদের খেলা এবং আনন্দের মাঝে শিক্ষা প্রদান করে। তারা নিশ্চিত করে এই শিশুদের নিরাপদ ও উপভোগ্য পরিবেশ।

প্রজেক্ট সায়ান এর প্যাট্রিক তার অফিসের পাশের একটি সুন্দর মোজাইক বাঁধানো স্থানের কিছু ছবি পোস্ট করেছেন [2]:

আমি বেশ আগেই এটি নিয়ে পোস্ট করতে চাচ্ছিলাম, কিন্তু অতি সম্প্রতি আমি এটির ছবি তোলার সময় পেলাম। সালমিয়াতে আমার অফিস মলের পাশেই অবস্থিত এটি একটি বেশ বিশালাকৃতির মোজাইকের অলন্করন। এটির দৈর্ঘ ১০ মিটার এবং প্রস্থ ৩৬ মিটার। এবং প্রতিটি বর্গ মিটারে প্রায় ২৫০০ মোজাইকের টুকরো রয়েছে যার মানে হচ্ছে এটি বানাতে প্রায় নয় লাখ টুকরো লেগেছে!

ইদিপ [3] আমাদেরকে ইতিহাস হতে জানাচ্ছে:

আজকের দিনটি হচ্ছে ১৪ই জুলাই যা ফ্রান্সের বাস্তিল দিবস এবং ইরাকের জুলাই বিপ্লবের জন্যে বিখ্যাত। তাই আজকে একটি ভাল দিন কিছু তথ্য সম্পর্কে আলোচনা করার যা সাবেক সংসদ সদস্য আহমাদ আল খতীব এবং বর্তমান সাংসদ আহমাদ আল সাউদোন দুজনেই বার বার উল্লেখ করেছেন। তারা বলছেন যে ১৯৮৫ সালের সংসদ (যা আমির বাতিল করে দিয়েছেন) এর সদস্যদের জেদ্দা কনফারেন্সে (ইরাক অভিযানের সময়) আমন্ত্রনের মুল কারন ছিল ইউ এন জেনারেল এসেম্বলীতে ফ্রান্সের সাবেক প্রসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁর একটি বক্তৃতা। এই বক্তৃতায় তিনি কুয়েতীদের তাদের ভবিষ্যত নির্ধারন করার অধিকারের কথা উল্লেখ করেন।

ইন্টারনেট থেকে খুঁজে আমি সেই বক্তৃতাটি পেয়েছি এবং এইখানে তা রয়েছে।