- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইথিওপিয়া: জাতিসঙ্ঘ অর্থনৈতিক কমিশন কি একটি রাজনৈতিক ব্লগ আটকে দিচ্ছে?

বিষয়বস্তু: জনপ্রিয় পোস্ট, আপনার প্রথম পোস্ট!, ইথিওপিয়া, বাক স্বাধীনতা, রাজনীতি

আফ্রিকার জাতিসঙ্ঘ অর্থনৈতিক কমিশন কি ইথিও-জাগল পোস্ট নামের একটি রাজনৈতিক ব্লগকে আটকে দিচ্ছে [1]?

ইউনাইটেড নেশনস ইকনমিক কমিশন ফর আফ্রিকা (ইউ এন ই সি এ) মেলেস সরকারের সাথে আঁতাত করে বাক স্বাধীনতার শাষ রুদ্ধ করছে। এই কমিশনের মিডিয়া সেন্টার যেখানে স্থানীয় এবং আন্তর্জাতিক সাংবাদিকরা বিনামুল্য ইন্টারনেট ব্যবহার করতে পারে সেখানে উক্ত ব্লগটিকে ব্লক করা হয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীরা যারা মিডিয়া সেন্টার থেকে ঐ ব্লগটি পড়তে চেয়েছে তারা একটি মেসেজ পেয়েছে যে ঐ সাইটটি দেখা নিয়ন্ত্রিত করা হয়েছে।

- এনদেসানজো মাচা