মালয়েশিয়া: পুলিশ ব্লগারকে গ্রেফতার করেছে

বেশ কয়েকজন মালয়শিয়ান ব্লগার খবর দিচ্ছেন যে জেলাস ডট ইনফো ব্লগের ব্লগার ন্যাট (ন্যাথানিয়াল) ট্যান আজ (১৩ই জুলাই) মালয়েশিয়ান পুলিশ কর্তৃক গ্রেফতার হয়েছেন। কেটিইমোক লিখছেন:

পুলিশ ন্যাথানিয়াল ট্যানকে প্রশ্ন করার জন্যে নিয়ে গেছে কোন কারন দর্শানো ছাড়াই। তারা তার অফিসে বিকেল ৪.৪৫ মিনিটে আসে এবং ট্যানকে বলে তাদের সাথে বুকিত আমান পুলিশ হেডকোয়ার্টারে যেতে বলে। পুলিশ তাকে আরও বলে যে তার ল্যাপটপ কম্পিউটারটি সাথে নিয়ে আসতে। এটি ধারনা করা হচ্ছে যে তাকে প্রশ্ন করা হচ্ছে তার ইন্টারনেটে পোস্ট করা কিছু বিষয় নিয়ে।

ন্যাথানিয়াল ‘পার্টি কেয়াদিলান রাকিয়াত‘ বা পি কে আর নামে রাজনৈতিক দলের কর্মী। তিয়ান চুয়া, পি কে আর দলের প্রচার প্রধান ন্যাথানিয়াল ট্যান সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য জানাচ্ছেন

ন্যাথানিয়াল হচ্ছে ২৭ বছর বয়সী একজন হার্ভার্ড গ্রাজুয়েট। গত বছর থেকে আমার সাথে তার পরিচয় এবং আমরা ভাল বন্ধুতে পরিনত হই। এই বছরের প্রথম দিকে আমি তাকে কেয়াদিলানের তথ্য ব্যুরোতে কাজ করার জন্যে নিয়োগ করি।

ষৃটবৃসহডদ

ছবি মবস ক্রিবের সৌজন্যে

পুলিশ প্রথমে ন্যাথানিয়ালকে গ্রেফতারের কথা অস্বীকার করে কিন্তু পরে রাত্রে তারা তা স্বীকার করে। মালয়েশিয়ান ব্লগাররা এই ব্যাপারটিকে রহস্যজনক মনে করছে। ম্যাভেরিক এস এম মবস ক্রিবের একটি পোস্টে মন্তব্য করার সময় মন্তব্য করছে:

মালয়েশিয়ার গণতন্ত্রের জন্য এটি একটি কাল দিন। ন্যাট নাশকতামুলক কোন কাজ করেনি বা দেশের নিরাপত্তা বিঘ্নিত করেনি। কর্তৃপক্ষ কিভাবে এত ভুল তথ্য নিয়ে কাজ করতে পারে? গণতন্ত্র মরে গেছে।

গ্রেফতারকৃত ব্লগারের সহকর্মী জন বলছে যে সরকার ন্যাথানিয়েলকে নিয়ে একটি উদাহরন তৈরি করতে চাচ্ছে তাদেরকে শাষানোর জন্যে যারা ভিন্ন কিছু করার সাহস দেখাচ্ছে।

অবশ্য কেউ কেউ অনুমান করছে যে ন্যাথানিয়েলের গত সপ্তাহের একটি পোস্ট (সহকারী স্বরাস্ট্রমন্ত্রী এবং পুলিশের ইনস্পেক্টর জেনারেলের একটি বাদানুবাদ নিয়ে) হয়ত এই গ্রেফতার ঘটনার পেছনে রয়েছে।

সাম্প্রতিক খবর: এটি মনে হচ্ছে যে পুলিশ উপরের ঘটনা নিয়ে ন্যাথানিয়েলের পোস্টটিতে করা একটি কমেন্ট সম্পর্কে তথ্য জানতে চাচ্ছে। ৪৮৯৬ ব্লগ এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছে। ন্যাথানিয়েলের ছোট বোন চেরিল লেটেস্ট ঘটনাগুলো তার ব্লগের মাধ্যমে জানাচ্ছেন

ন্যাথানিয়েলকে নিয়ে লেখা ব্লগগুলোর লিন্ক:

এলিজাবেথ ওঙ
দ্যা সেন্সিন্ট্রোভার্ট
রিডিউসড এন্ড রিসাইকেল্ড
লুসিয়া লাই
রকি'স ব্রু
এস. কে. থিউ
সুসান লুন
জেফ উই
পলিটিক্স ১০১ মালয়েশিয়া
বুলেটস অফ কুইলস এন্ড ইন্কস

1 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .