- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইরাক: শুধুই কিছু সংখ্যা নয়

বিষয়বস্তু: জনপ্রিয় পোস্ট, ইরাক, যুদ্ধ এবং সংঘর্ষ

একটি জাতি কোন প্রতিষ্ঠান নয় এবং যখন আমরা কোন জাতির সাথে কাজ করি, আমরা আসলে কাজ করি একটি সমাজের সাথে। একটি সমাজে থাকে প্রচুর মানুষ যাদের হ্দয় এবং চিন্তাধারার প্রতিনিয়ত পরিবর্তন ঘটে। সেটার জন্যই শুধুমাত্র সংখ্যার নিক্তিতে বিচার করে কোন অবস্থার বিচার করা যায় না। চিন্তাদ্দীপ্ত উপলব্ধির দরকার এবং বড় পরিসরে কোন বিষয় বিবেচনা করা দরকার। লিখছেন [1] ইরাক দি মডেল এর ওমর।