দোহাতে একসপ্তাহ ধরে একটি গুজব চলছিল যে একদল বিদেশী শ্রমিকের মধ্য নরমাংসভোজের একটি ঘটনা ঘটেছে। অবশেষে এই তথ্যটির সত্যতা যাচাই করা হয়েছে। ব্লগার কাতারি স্থানীয় এক সংবাদপত্রের রিপোর্টের উদ্ধৃতি দিয়ে জানাচ্ছে যে ডাক্তাররা একজন শ্রমিকের পেটে মানুষের আঙুল পেয়েছে। প্রচন্ড পেটের ব্যাথায় কাতর হয়ে শ্রমিকটি ডাক্তারের কাছে এসেছিল (মানুষের মাংস খাওয়ার ফলেই এমন হয়েছিল)। এমনটি প্রতীয়মান হচ্ছে যে চারজন মিলে একজনকে খুন করার পর তারা তার মাংস খোয়েছিল। লাশটি গুম করার জন্যই এমন করা হয়েছিল।