গ্লোবাল ভয়েসেসের আউটরিচ (ব্লগ প্রসার) শাখা ‘রাইজিং ভয়েসেস’ এখন থেকে প্রকল্প প্রস্তাব গ্রহন করছে। প্রথম রাউন্ডে ৫০০০ ডলার পর্যন্ত সহায়তার জন্যে প্রস্তাবগুলো নেয়া হচ্ছে। অনেকেই ব্লগিং, ভিডিও ব্লগিং এবং পডকাস্টিং জাতীয় টুলগুলোর সুবিধা বা এগুলো কিভাবে সহজে ব্যবহার করা যায় সে সম্পর্কে জানেননা। এক জন/দল আদর্শ প্রক্লপ প্রস্তাবকারী সেইসব স্পেসিফিক কমিউনিটিগুলোকে এই জাতীয় নাগরিক সাংবাদিকতার টেকনিকগুলো শেখানোর জন্য বিস্তারিত ও উদ্ভাবনমুলক পদ্ধতির প্রয়োগ করবেন। ইন্টারনেট ক্রমশ: সহজলভ্য ও সাধারন মানুষের আয়ত্বের মধ্যে চলে আসছে, কম্পিউটারের মুল্য কমছে, এবং প্রয়োগমুলক সফটওয়্যার ডেস্কটপ থেকে ওয়েবে স্থানান্তরিত হচ্ছে – যা তথাকথিত ডিজিডাল ডিভাইডকে সন্কুচিত করতে সাহায্য করছে। কিন্তু এর বদলে আমরা পাচ্ছি ‘অংশগ্রহনের শুন্যতা‘ (participation gap) যেখানে বেশীরভাগ ব্লগ, পডকাস্ট এবং ভিডিও কনটেন্ট তৈরি করছে বিশ্বের বড় শহরগুলো থেকে মধ্যবিত্ত নাগরিকদের কমিউনিটি। ‘রাইজিং ভয়েসেস’ এর লক্ষ্য হচ্ছে নতুন নতুন কমিউনিটি থেকে নতুন কন্ঠগুলোকে ওয়েবের আলাপে (conversational web) নিয়ে আসা। এর জন্য ‘রাইজিং ভয়েসেস’ স্থানীয় ব্যক্তি/গোষ্ঠীকে অর্থ ও অন্যান্য সাহায্য করতে প্রস্তুত যারা এইসব স্বল্প প্রতিনিধিত্বকারী কমিউনিটি নিয়ে কাজ করবে। সম্ভাব্য প্রকল্পের উদাহরন হচ্ছে:
× একটি স্বল্পমুল্যের ডিজিটাল ভিডিও ক্যামেরা কিনে গ্রামের কিছু ছাত্রদের শেখানো কিভাবে তাদের দাদা-দাদী বা নানা-নানীর জীবন নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারী করা যায়।
× এতিমখানায় ব্লগিং এবং ফটোগ্রাফী নিয়ে একটি রেগুলার ওয়ার্কশপ করা। প্রকল্পের বাজেটের অর্থ দ্বারা স্বল্পমুল্যের ডিজিটাল ক্যামেরা কেনা এবং ইন্টারনেট ক্যাফে ব্যবহারের খরচ মেটানো যাবে। এর ফলে এতিমখানার ছেলেমেয়েরা বিশ্বের পাঠকদের কাছে তাদের কথা/চিত্র তুলে ধরতে পারবে।
× একটি স্থানীয় এনজিও/সামাজিক সংস্থার সাথে কাজ করা ও তাদের প্রশিক্ষন দেয়া যাতে তারা তাদের দৃষ্টান্তমুলক কাজগুলো বিশ্বের কাছে তুলে ধরতে পারে।
× আমাদের নতুন মিডিয়া (new media) কারিকুলাম স্বল্প ব্যবহৃত ভাষায় অনুবাদ করা কোনো আদিবাসী ভাষায় (যেমন কেচুয়া বা ওলোফ) যা কোনো ব্লগোস্ফিয়ার বা পডোস্ফিয়ারে উপস্থাপিত নয়। তারপর এইসব শিক্ষার উপকরনগুলো দিয়ে ওই ভাষায় ব্লগিং করতে উদ্বুদ্ধ করা।
চাহিদার শেষ নেই, কিন্তু ফান্ড অফুরন্ত নয়। ‘রাইজিং ভয়েসেস’ ব্লগ প্রসারের অনুদান হবে ১০০০ -৫০০০ ইউ এস ডলার। দয়া করে নির্দিষ্ট বাজেট প্রনয়নের সময় বিচারবুদ্ধি প্রয়োগ করবেন এবং বাস্তববাদী হবেন। সফল প্রকল্পগুলোকে গ্লোবাল ভয়েসেসে তুলে ধরা হবে।
আপনাদের যে কোন প্রশ্নের উত্তরের জন্য outreach@globalvoicesonline.org এই ঠিকানায় মেইল করুন অথবা মন্তব্য সেকশনে মন্তব্য করুন।
1 টি মন্তব্য
Very good initiative for development and justice. It will help us to make a real world village.