দারফুর সম্পর্কে ২৪শে মে'র বিতর্কে যোগ দিন

darfur_resize.jpg

আগামী বৃহস্পতিবার ২৪শে মে ১৩:৩০ (ইউটিসি) ঘটিকায় রয়টার্স দারফুর ক্রাইসিস নিয়ে একটি লাইভ বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করবেরয়টার্সের নিউজমেকার সিরিজের এই ইভেন্টটি নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে এবং একটি প্যানেল ডিসকাশন ও প্রশ্নোত্তর পর্ব থাকবে এতে

দু:খের বিষয় হচ্ছে যে এর কোন লাইভ ভিডওকাস্ট থাকবে না এবং অডিও ফিড থাকারও সম্ভাবনা কমকিন্ত আপনি এই বিতর্কে যোগ দিতে পারবেন আপনার মন্তব্য বা প্রশ্ন সাবমিট করেআপনি প্রশ্ন বা মন্তব্য দিতে পারেন ইভেন্ট সাইটের বিতর্কে যোগ দিন” লেখাটি ক্লিক করে অথবা মুল পোস্টটির কমেন্ট সেকশনে (ইংরেজীতে)এই প্যানেলটি মূলত সাংবাদিক ও বিশেষজ্ঞদের নিয়ে গঠিত বলে একজন ব্লগার, পাঠক বা সাধারন মানুষ হিসাবে আপনাদের মন্তব্য খুবই সমালোচনামূলক ও গুরুত্বপুর্ন হবে

এই ইভেন্ট পাতাটিতে একটি গ্লোবাল ভয়েসেস ফিডও থাকবেতাই আপনি যদি দারফুর নিয়ে কোন লেখা আপনার ব্লগে লিখেন তবে তার লিন্কটি দয়া করে আমাদের সাব-সাহারান আফ্রিকা এডিটর নেসান্চো মাচার কাছ পাঠিয়ে দেবেন এইখান থেকে

ইভেন্টের বিস্তারিত:

দারফুর নিয়ে চিন্তা: কি হতে পারে?

সংঘাত বেড়ে যাচ্ছে, নিরাপত্তা কমে যাচ্ছে, রিসোর্স উধাও হয়ে যাচ্ছে – এমতাবস্থায় শান্তিরক্ষী ও ত্রানকর্মীদের কার্যক্রমের ফলপ্রসুতা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে পশ্চিম সুদানের ভবিষ্যত কি?

রয়টার্স এবং রয়টার্স এলার্টনেট আমন্ত্রন জানাচ্ছে দারফুর নিয়ে একটি প্যানেল বিতর্ক শোনার জন্যে যেখানে বেশ কয়েকজন বিশেষজ্ঞ থাকবেন। আলোচিত বিষয়গুলোর মধ্য থাকবে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব কি হবে, খার্তুম এবং জাতিসংঘের অধিকাংশ সদস্যদের মধ্যে কিভাবে দুরত্ব কমানো যাবে এবং কেন দারফুর অন্যান্য বিস্মৃত আফ্রিকান বিরোধের চেয়ে বেশি আলোচিত হচ্ছে?

প্যানেলিস্টরা হচ্ছেন:

× পল হোমস রয়টার্স (মডারেটর)

× অ্যান কারি এনবিসি নিউজ

× জঁ মারি গুহেননো জাতিসংঘ শান্তুরক্ষী বাহিনীর আন্ডার সেক্রেটারী জেনারেল

× আব্দালমাহমুদ আব্দালহালিম মোহাম্মাদ জাতিসংঘে সুদানের রাষ্ট্রদুত

× জন প্রেন্ডারগাস্ট আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ

× মিয়া ফারো অভিনেত্রী এবং জাতসংঘের শুভচ্ছাদুত

× লরেন ল্যান্ডিস ইউ এস ডিপার্টমেন্ট অফ স্টেট এর সুদান সম্বন্ধীয় বিশেষ দুত

ইভেন্ট ওয়েব সাইটটি এখানে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .