- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

আফ্রিকা: কবিতা ব্লগিং

বিষয়বস্তু: সাব সাহারান আফ্রিকা, কেনিয়া, তান্জানিয়া, নাইজেরিয়া, লেসোথো, সুদান, শিল্প ও সংস্কৃতি, সাহিত্য

আফ্রিকার ব্লগোস্ফিয়ার দ্রুত ক্রমবর্ধনশীল এবং এটি প্রতিদিন নুতন নুতন কন্ঠকে মন্তব্য, মতামত, বিশ্লেষন ও বক্তব্য এবং … কবিতার মাধ্যমে অনলাইন নিয়ে আসছে। আফ্রিকার কবিগন ব্লগকে তাদের সৃজনশীল লেখনীকে অগনিত পাঠকের কাছে ছড়িয়ে দেয়ার একটি নুতন মাধ্যম হিসেবে দেখছেন। আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব আফ্রিকান কিছু ব্লগার কবির কবিতার সাথে।

ভোট নিয়ে আমার সংকট [1] হচ্ছে কেনিয়ান পোয়েট [2] (নাইরোবী, কেনিয়া থেকে) এর একটি কবিতা।

যাহ গাইড [3], একজন রাস্তাফারিয়ান ব্লগার সুদান থেকে লিখেছেন কবিতা কেউ একজন [4]

কেনিয়ান এক্সপ্রেসনস [5] সমস্ত সংসদের আসন প্রত্যাসীদের জন্যে লিখেছেন ক'রোনা [6]

অন ড্রিফটিং, ওয়েভী ওয়ার্ডস [7] ব্লগ ১৯৯৮ সালে আমেরিকান দুতাবাসে বোমা হামলায় [8] নিহতদের স্মরন করে লিখেছেন ভাঙা হীরকখন্ডগুলো [9]

পয়েফ্রিকা [10], আফ্রিকার সুজনশীল লেখনীসমৃদ্ধ গ্রুপব্লগে লেসোথো থেকে রেথাবাইল মাসিলো লিখেছেন লেরাটো [11]। তিনি তার নিজস্ব ব্লগ সোথোতে [12] লিখেছেন কবিতা জঙলে প্রসাব করতে করতে.. [13]

ইটালিয়ান অপেরা রিনাল্ডোর [14] অনুপ্ররনায় এমসাইরি [15] সোয়াহিলি ভাষায় কবি) লিখেছেন লাসিও চিও পিয়াঙা [15] কবিতাটি।

স্ন্যাপশট অফ দা সোল [16] লিখেছেন কুয়াশা [17] কবিতাটি।

সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মারার [18] পরে গ্রান্ডমাস্টারস ওবোকানো [19] লিখেছেন ফাঁসির দড়ির প্রতিক্রিয়া [20] কবিতাটি।

কবি মুটিসো রাতের অতিথিরা [21] কবিতাটি লিখেছেন পোয়েট্রি ব্লগ, সিকিং হাইয়ার সলিচিউড [22] নামক কবিতার ব্লগটিতে ।

এবং সেই অন্ধকার [23] এই কবিতাটিতে এনডি [24] [24]জ ওয়ার্লড [24] স্মরন করছেন নাইজেরিয়ায় পাইপলাইন অগ্নিকান্ডে [25] মৃতদের।

এবং সবশেষে তান্জানিয়া থেকে সান্দ্রা মুশি [26] স্মরন করছেন তার প্রথমবার [27]’।