ক্রিকেট বিশ্বকাপ ২০০৭: ব্লগারদের চোখে

mello.jpgএক বর্ণীল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ক্যারিবিয়ান দ্বীপপুন্জে ৯ম বিশ্বকাপ শুরু হল । এই টুর্নামেন্ট দেড় মাস ধরে চলবে। খেলাগুলোর সিডিউল পাওয়া যাবে এখানে, টিকেট এখানে, এবং এর অফিসিয়াল ওয়েবসাইট এখানে (ক্রিকব্লগের সৌজন্যে) ।

দ্যা থার্ড ওয়ার্ল্ড ভিউ ব্লগ দক্ষিন এশিয়ার উল্লেখযোগ্য ক্রিকেট ব্লগ এবং পোর্টালের একটি তালিকা তৈরি করেছে। সেখানে আরও পাওয়া যাবে টেলিভিশন, রেডিও এবং ইন্টারনেটে ক্রিকেট বিশ্বকাপের লাইভ কাভারেজের লিন্কগুলোর তালিকা

আইথ্রিজেথ্রি ক্রিকেট ব্লগের মাহেশ বিশ্বকাপের মাসকট মেলোর বেশ কিছু ছবি পোস্ট করেছেন। এ ভয়েস অফ কলম্বো বিশ্বকাপের ভেন্যুগুলো সম্পর্কে বিস্তারিত বিবরন দিয়েছেন।

ভারত হেমাচন্দ্রন বিশ্বকাপে অংশগ্রহনকারী ১৬টি দেশের বিশ্বকাপের প্রস্তুতিমুলক খেলাগুলো নিয়ে লিখেছেন। দ্যা গুগলি বিশ্বকাপের ৪টি গ্রুপের একটি পর্যালোচনা করেছেন।

আপনারা কি জানেন ১৯৯৬ সালের বিশ্বকাপে শ্রীলন্কা দলের কি বৈশিষ্ট ছিল যা এখনকার দলে নাই? শ্রীলন্কান ব্লগার ডার্ক হর্স বলছেন উত্তরটি হচ্ছে ’চমক দেখানোর ক্ষমতা’ । বাংলা ক্রিকেটে মিরাজ বলছেন বাংলাদেশের এবারের লক্ষ্য হচ্ছে ক্রিকেটের বিগ লীগে সামিল হওয়া।

দ্যা কমেন্টারী বক্স জানিয়েছেন যে কিছুদনি আগে আইসিসি কতৃপক্ষের কাছে হস্তান্তরের সময় কলকাতায় বিশ্বকাপ ট্রফিটি ক্ষতিগ্রস্ত হয়েছে । স্ক্রিবলারস অন দ্যা নেট জানাচ্ছেন যে বিশ্বকাপ খেলার সময় আম্পায়াররা হিয়ারিং এইডের কল্যানে মাঠের খুব ক্ষীন শব্দও শুনতে পারবেন। আশা করা হচ্ছে খেলোয়াররা আম্পায়ারদের কানের কাছে চিতকার করে আবেদন করবেন না ।

গুগল একটি অফিশিয়াল ব্লগ শুরু করেছে যাতে লিখবেন ভারতীয় এককালীন ক্রিকেট তারকা কৃষ্নমাচারী শ্রীকান্থ।

এক বৃটিশ রিপোর্ট অনুযায়ী বিশ্ব অর্থনীতিতে অনেক প্রডাকটিভিটি নষ্ট হবে কারন বিশ্ব জুড়ে কোটি কোটি ক্রিকেটপ্রেমী টিভি, রেডিও বা পিসির সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে বিশ্বকাপের খেলার সময় । যদিও ভারতীয় সমর্থকরা এর মধ্যে সর্বাধিক, ভারতের অর্থনীতিতে এর কোন প্রভাব পরবে না বলছেন আই অন ক্রিকেটে সমীর ।

1 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .