গ্লোবাল ভয়সেস ডাইজেস্ট – ৮ই মার্চ, 2০০৭

ফ্রান্স, তুর্কি, চিনে জোরাল হল ইন্টার্নেট সেন্সরশিপ।

ঠিক ১৬ বছর আগে এক অ্যামেচিওর ভিডিওগ্রাফার জর্জ হলিডের তোলা বিস্ফোরক ভিডিও দেখিয়েছিল কি ভাবে এক আফ্রো- আমেরিকেন যুবক রডনি কিং কে লস এঞ্জেলেস পুলিশ বেধরক লাঠিপেটা করছে। এবার ফরাঁসি সরকার এমন এক আইন পাস করলেন যার দরুন প্রফেসোনাল জার্নালিস্ট ছাড়া অন্য কেউ এই ধরনের ভিডিও তুললে সেটা হবে ক্রিমিনাল অফেন্স। সামি বেন গারবিয়া তার পোস্টে এই আইন নিয়ে আলোচনা করেছেন ও তার পাশাপাশি তুর্কির ইউটিউব ও চিনের লাইভজার্নাল ব্লকিংএর উদাহরণ দিয়ে দেখিয়েছেন কিভাবে এই দেশগুলি ফ্রি স্পিচের বিপক্ষে পদক্ষেপ নিচ্ছে।

রাসিয়া থেকে চিঠিঃ যেন শামুকের গতি

ধরুন আপনি ১০ মিনিটে আমাজন.কম থেকে একটা DVD অর্ডার করলেন, কিন্তু তারপর সেটা পোস্টে আপনার কাছে পৌছল ৬ মাস পরে। রাসিয়ান পোস্টাল সার্ভিসেস এর বিরুদ্ধে এরকম নানান কম্পলেন জমা হয়ে চলেছে, সে দেশে।

সাউদি আরবঃ রিয়াধ বই মেলা, আহমাদিনিজাদের আগমন ও আরো কিছু লেখা

ইরানিয়ান প্রেসিডেন্ট ও এককালিন ব্লগার আহমাদিনিজাদের সাউদি সফর নিয়ে সে দেশের ব্লগাররা প্রশ্ন তুলছেন দুই দেশের মধ্যপ্রাচ্য সংক্রান্ত স্বার্থ নিয়ে। অন্য লেখায়, ব্লগার ফাহাদ আল্বুতেইরি জড়ো করেছেন রিয়াধ বই মেলা নিয়ে নানান রিভিউ। এছাড়া কিছুদিন আগে রিয়াধে খুন হয়ে যাওয়া চারজন ফরাঁসি টুরিস্টের ঘটনা নিয়ে তিনি পেশ করেছেন একটি বিশ্লেষন্মূলক পোস্ট।

ইকুয়েডর, চিলিঃ ইউটিউবের মাধ্যমে সেলিব্রিটি হওয়া

ইউটিউবের মাধ্যমে অনেক সাধারন মানের আর্টিস্ট আজকাল পপুলারিটি পেয়ে যাচ্ছ, টাকাও নাকি উপার্জন করছে প্রচুর। সাউথ আমেরিকার, ইকুইডরের ডেলফিন কুইশপে এদের অন্যতম।

ফরাঁসি ব্লগসমাজ. অস্কার ও সেজার পুরস্কার

হলিউডের নতুন আফ্রিকাপ্রীতি নিয়ে এনেছে হাততালি ও তিরস্কার দুটোই। ফরাঁসি ব্লগাররা ভাবছেন তাদের সেজার পুরস্কারে কেন তার কোনো প্রতিফলন দেখা গেল না।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .